দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালাচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মানিক দেবনাথ।
প্রার্থিতা জানান দিতে তিনি শুক্রবার(২৫ ডিসেম্বর) বিকালে পৌরসভায় মোটরসাইকেল শোডাউন করেন।
কালিহাতীর কুষ্টিয়া এলাকা থেকে দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে পৌরসভার কামার্থী, বেতডোবা, চামুরিয়া, বাসস্ট্যান্ড, সালেংকা, নিশ্চিন্তপুর, হামিদপুর, সাতুটিয়া প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করা হয়।
পরে কুষ্টিয়া মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, তার বাবা ক্ষিতিশ দেবনাথ স্বাধীনতাপূর্ব অহযোগ আন্দোলনের সময় জাতীয় চার নেতার সাথে ময়মনসিংহ কারাগারে তিন বছর হাজতবাস করেছেন।
দীর্ঘদিন যাবত তিনি স্থানীয় আওয়ামীরীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। আগামি পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।
প্রকাশ, চতুর্থ ধাপে কালিহাতী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
