দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে শুক্রবার(৩১ মার্চ) সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শাহ আলম(ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান(পূর্বাকাশ) নির্বাচিত হয়েছেন।
অন্য পদে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন(নিউনেশন), আতোয়ার রহমান(মাতৃছায়া),সহ-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন(যায়যায়দিন), মেহেদী হাসান চৌধুরী মৃদুল(কালবেলা), কার্যকরী সদস্য পদে আবুল কালাম আজাদ(ভোরের কাগজ), জাহাঙ্গীর আলম(প্রগতির আলো), সোলায়মান খান(আজকের টেলিগ্রাম)। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আলম(মানবজমিন), কোষাধ্যক্ষ পদে মনির হোসেন(মুক্তখবর), দপ্তর সম্পাদক পদে সোহেল রানা(যুগধারা), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে শরিফুল ইসলাম(আমার সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রেসক্লাবের ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, সিনিয়র সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, দুলাল হোসেন রানা ও মিহির ভৌমিক।