দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে ১৫ বোতল ফেনসিডিলসহ মোস্তাক আহম্মেদ দুলাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাতে কালিহাতী উপজেলার পৌলী উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক টাঙ্গাইল সদর উপজেলার থানাপাড়া প্রিন্সরোড এলাকার মৃত হযরত আলীর ছেলে।
মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পৌলী উৎসব তেলের পাম্প এলাকায় পুলিশ টহলরত ছিল। এমন সময় এলেঙ্গা থেকে টাঙ্গাইলগামী মোটরসাইকেলের এক চালককে সন্দেহ হলে পুলিশ পথরোধ করে। ওই যুবকের দেহ তল্লাশী করে ১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।