দৃষ্টি নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার আয়োজনে শনিবার(২০ মে) বিকালে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের কান্দিরপাড়স্থ টাউন হলে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর গনি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সভাপতির একান্ত সচিব শাহিনুল ইসলাম শাহীন। বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এমএম কামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সাধারণ আবদুর রহমান বুলবুল প্রমুখ।
এ সময় কুমিল্লা জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।