দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রানেশ রঞ্জন রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোপিনাথ দত্ত।
পরে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি কুমুদিনী কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে অনলাইন ভিত্তিক রচনা ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
