দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের কুমুদিনী সরকারি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই প্রথম প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনার উপহার দেয়া একটি নতুন বাসের(গাড়ি) উদ্বোধন করা হয়েছে।
রোববার(১ ডিসেম্বর) সকালে কলেজের প্রসাশনিক ভবনের সামনে বাসটির উদ্বোধন করেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
এ সময় কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজি সহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাড়ি উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কুমুদিনী সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সকল শিক্ষক মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
