
ধনবাড়ী সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের সমাজ সেবক অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন ব্যক্তিগত উদ্যোগে চারশ’ কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার(৪ এপ্রিল) দুপুরে উপজেলার কেন্দুয়ায় তিনি ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৬ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও ৫০০গ্রাম সরিষার তেল ইত্যাদি।
এ সময় অন্যদের মধ্যে ধনবাড়ী উপজেলা পডিরষদের চেয়ারম্যান আলহাজ মো. হারুনার রশিদ হীরা, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহাম্মদ আল ফরিদ।
