দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কোকডহরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট প্রহল্লাদ চন্দ্র কর্মকার পরলোকগমণ করেছেন।
বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার(১৫ জুন) ভোরে কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোকডহরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সেণ্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ডায়াবেটিস ও রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। পরলোকগমণকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ বহু রাজনৈতিক সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।
প্রহল্লাদ চন্দ্র কর্মকার জীবদ্দশায় জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
তিনি স্থানীয় নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার অকাল প্রয়াণে কোকডহরা ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাড্ডা শশ্বানঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।