আজ- রবিবার | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১ | সন্ধ্যা ৬:৩০
১৬ ফেব্রুয়ারি, ২০২৫
৩ ফাল্গুন, ১৪৩১
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন, ১৪৩১

ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

টাঙ্গাইলের বেসরকারি সংগঠন ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার(৯ অক্টোবর) দিনব্যাপী শহরের ধলেশ্বরী হাসপাতালে অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাহমিদ ইসলাম সাম্য, যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন বিন মতিন, প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম রাশেদ, সদস্য আব্দুল্লাহ আল নোমান, নুহাস খান, আবু রায়হান, জান্নাতুল লামিসা প্রমুখ।


এদিন ধলেশ্বরী হাসপাতালের ডিরেক্টর ব্যারিস্টার হাসনাত জামিলের সহযোগীতায় এবং ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাহমিদ ইসলাম সাম্য বলেন, আমরা মুলত অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষ নিয়ে কাজ করি। সেই জায়গা থেকে এ পর্যন্ত সাত শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি। আগামিতে জেলার প্রত্যন্ত অঞ্চলের যেসব মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে তাদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষে কাজ করে যাচ্ছি।


প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম রাশেদ বলেন, আমাদের এই প্রকল্পে সাতটি বিভাগের বিশেষজ্ঞ রয়েছে। মেডিসিন, গাইনি, শিশু, নাক কান গলা, বক্ষব্যাধি, কিডনি, চার্ম ও যৌন। সকল ডাক্তাররা পর্যাপ্ত সময় নিয়ে রোগীদের সমস্যা শুনে পদক্ষেপ এবং সমাধানের দিক নির্দেশনা দেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়