দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মিরা মন্ত্রী পরিষদে অনুমোদিত খসড়া সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে।
টাঙ্গাইল নতুন বাসটার্মিনালে রোববার(২৩ এপ্রিল) সকালে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালনকালে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মন্ত্রী পরিষদে অনুমোদিত খসড়া সড়ক পরিবহন আইন-২০১৭ অবৈধভাবে মন্ত্রী পরিষদে পাস করা হয়েছে। অবিলম্বে ওই আইন বাতিল করা না হলে কোন শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেনা। অতি দ্রুত ওই আইন বাতিল করে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা। অন্যথায় সারা দেশের সকল পরিবহন বন্ধ করে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা। [vsw id=”KWogP76xazY” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি আহসানুল হক টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আরজু প্রমুখ।
