
দৃষ্টি নিউজ:
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে টাঙ্গাইলের গোপালপুরে খাদ্য নিয়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির।
কয়েকদিন ধরে তিনি পৌরশহর থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করছেন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার(৩১ মার্চ) গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নে জনগণের মাঝে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান ও খাদ্য বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় দলীয় নেতাকর্মী।
