আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ১১:০২
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধে জনসচেতনতায় কর্মশালা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভিটামিন-এ সদৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধ করণে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও প্রকল্প পরিচালক সুলতান আলম।

 

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সোহেল রানা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু জুবায়ের উজ্জল প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

বক্তারা সুস্বাস্থ্যের জন্য ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিত করতে খোলা ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধ করা অতীব প্রয়োজন। এজন্য সরকার ২০২২ সালের ৩১ জুলাই খোলা তেল এবং একই সালের ৩১ ডিসেম্বর থেকে পাম তেল বন্ধ করার জন্য একটি নির্বাহী আদেশ জারি করেছে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

 

 

 

 

 

কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় ভোজ্যতেল ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়