আজ- বুধবার | ৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২ | দুপুর ২:০৮
৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ, ১৪৩২

গাজায় মুসলিমদের হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ-সমাবেশ

দৃষ্টি নিউজ:

ফিলিস্তিনের গাজায় মুসলিমদের নৃশংস হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ এপ্রিল) সকাল ১১টায় টাঙ্গাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

 

 

 

 

 

এরআগে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়। ছাত্রছাত্রীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনের গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে।

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর থেকে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর একটি মিছিল ময়মনসিংহ রোড পার হয়ে ডিস্ট্রিক গেটে চলে যায়। ডিস্ট্রিক গেট থেকে জেলা সদর রোড হয়ে পুনরায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে দিয়ে মিছিলটি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

 

 

 

 

 

সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে- যাদের অধিকাংশই শিশু এবং নারী। এ থেকেই বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য কী?

 

 

 

এ সময় শিক্ষার্থীরা ‘গাজা তুমি একা নও, আমরা আছি তোমার পাশে, ফিলিস্তিনের শিশুরা আমাদের সন্তান, ইসরায়েলের বিরুদ্ধে দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো সহ নানাবিধ স্লোগান দেয়। তাদের মুর্হুমুহু স্লোগানে পৌর উদ্যান ও এর আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে উঠে।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়