আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | বিকাল ৫:১০
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

গোপালপুরে কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুরে জোর করে এক কলেজ ছাত্রীকে তুলে নিয়ে দলবেধে রাতভর ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ওই ছাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

ওই ছাত্রী জানায়, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মির্জাপুর ইউনিয়নের পূর্বমোহনপুর ও নুটুরচর

এলাকার একটি ব্রিজের কাছে পৌঁছলে পাশের কাগুজীআটা গ্রামের সাইফুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে।

পরে জোরপূর্বক তার মুখ চেপে ধরে পাশে থাকা নৌকায় তুলে নিয়ে একটি চরের মধ্যে থাকা একটি পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে ধর্ষকরা রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করে। এরপর ভোরে নদীর পাড়ে ফেলে রেখে যায়।

অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ওই কলেজ ছাত্রী।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. কামরুজ্জামান বলেন, ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত পাওয়া গেছে। তার শারিরিক পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

এ প্রসঙ্গে গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন বলেন, দলবেধে ধর্ষণের একটি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

https://www.youtube.com/watch?v=p3tu9zs2KOM

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়