আজ- রবিবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১ | ভোর ৫:৪৪
৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১
৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ, ১৪৩১

গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

টাঙ্গাইলের গোপালপুরে চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় পাঁচ হাজার ৬০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(৫ নভেম্বর) নবাগত উপজেলা নিবাহী অফিসার ও উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. তুহিন হোসেন ওই কর্মসূচির উদ্বোধন করেন।


গোপালপুর উপজেলা কৃষি বিভাগ আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৈৗশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. এখলাছ মিয়া,

পল্লী উন্নয়ন অফিসার মো. রুহুল আমিন, ডিকেআইবি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আবু কায়সার রাসেল, উপজেলা শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. চান মিয়া, মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন প্রমুখ।


প্রকাশ, শীতকালিন ফসল সরিষার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার নির্বাচিত পাঁচ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিঘাপ্রতি জন্য এক কেজি উন্নত জাতের সরিষা বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়