গোপালপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে একই পরিবারের তিন সমর্থককে বহিস্কার করা হয়েছে। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) সকালে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হচ্ছেন- গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুল হোসেনের ছেলে জনি। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি(মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কার করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, চুরি, মারামারিসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলো। তারা দলের পরিচয় বহন করতে পারবে না এবং তাদের অপকর্মের দায় বিএনপি বহন করবে না।
আরও বলা হয়, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের তাদের সাথে কোনো ধরণের রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে গোপালপুর উপজেলা বিএনপি সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। পরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের কোন গ্রুরুত্বপূর্ণ পদে ছিলেন না- বিএনপির সমর্থক ছিলেন।