দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুরে ইসমাইল হোসেন(৩৪) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইসমাইল উপজেলার ঝাওয়াইল গ্রামের মুহাম্মদ আজিবর রহমানের ছেলে।
রোববার(২০ সেপ্টেম্বর) সকালে ওই এলাকার বাজার রোডের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় ইসমাইল শনিবার(১৯ সেপ্টেম্বর) রাতে চা বিক্রি শেষে দোকান বন্ধ করলেও বাড়িতে ফিরেনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। রোববার সকালে ঝাওয়াইল বাজার সংলগ্ন ব্রিজের নিচে তার মরদেহ ভেসে উঠে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ(ওসি) কাইয়ুম সিদ্দিক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝাওয়াইল এলাকার ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
