আজ- মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১ | রাত ২:২১
১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১
১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

গোপালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ॥ একজনের মরদেহ উদ্ধার

দৃষ্টি নিউজ:

dristy.tv--58
টাঙ্গাইলের গোপালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, গোপালপুর উপজেলার ঝাওয়াইল বড় গোলাবাড়ী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও মনির কোচিং প্লে গ্রুপের শিক্ষার্থী মো. নূরনবী ইসলাম নোমান(৬)  এবং একই গ্রামের মো. জামালের ছেলে মজিদপুর ক্যাডেট মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী মো. নিরব হাসান (৫)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার।
তিনি জানান, গত মঙ্গলবার(১৩ জুন) বিকালে স্কুল ছুটির পর ওই দুই শিশু বাড়িতে এসে খেলতে যায়। তারপর থেকে শিশু দুইটিকে খুঁজে পাওয়া যায়নি। সম্পর্কে ওই দুই শিশু মামা-ভাগ্নে। বুধবার(১৪ জুন) সকালে ওই শিশুদের বাড়ির পাশে ঝিনাই নদীতে মো. নিরব হাসানের মরদেহ ভাসতে দেখা যায়। এ সময় স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে ও নিশ্চিত হয় হারিয়ে যাওয়া দুই শিশুর একজন নীরব হাসান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও নূরনবীর মরদেহ পাওয়া যায়নি। শিশু দুইটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, সংবাদটি পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ অপর শিশুর বিষয়টি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়