আজ- শুক্রবার | ১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২ | রাত ১১:১৯
১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২
১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক, ১৪৩২

গোপালপুরে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতাসহ আহত ৩

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বরশিলা বাজারে রোববার(২২ সেপ্টেম্বর) প্রতিপক্ষের হামলায় আওয়ামীলীগ নেতাসহ তিন জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদ তালুকদার(৫৫), তার ভাতিজা মামুন তালুকদার(২৮) ও ভাই আব্দুল করিম তালুকদার(৪০)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গোপালপুর উপজেলার বরশিলা গ্রামের আ. মজিদের ছেলে রফিকুল ইসলাম লাভলু(৫০), আজাহারের ছেলে আ. কদ্দুছ(২৪), রফিকুল ইসলাম(৪০), আল আমিন (২২) এবং মৃত আ. আজিজের ছেলে সোলায়মান(২৫), লুৎফর(৩২), তোতা শাহ এর ছেলে সবুর(২৫) ও ভাদাইল আটাগ্রামের গেতা শেখের ছেলে ইয়াছিন (৩৫), কোরবান আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং লাল মিয়ার ছেলে ফারুক (২২) সংঘবদ্ধ হয়ে বরশিলা বাজারে রাইস মিলের সামনে অতর্কিত চালায়। হামলায় উল্লেখিত তিনজন গুরুত্বর আহত হন। রোববার রাতে হামলাকারীরা আহতদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ বিষয়ে গোপালপুর উপজেলা আ’লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। হামলাকারীরা বিএনপি-জামাত পন্থী। এ ঘটনায় নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার বিষয়টি তিনি জানতে পেরেছেন। এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়