দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের গোপালপুরের খানা-খন্দে ভরপুর রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণ এবং প্রশস্ত করার দাবিতে আগামি ১৫ অক্টোবর(রোববার) পূর্ণদিবস হরতাল পালনের সিন্ধান্ত নেওয়া হয়েছে। গোপালপুরের বিভিন্ন পরিবহন, পেশাজীবী, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে রোববার(৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতি গোপালপুর প্রান্ত’র কার্যালয়ে এক সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল কিবরিয়া দুলাল, বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরি সভাপতি রফিকুল হক, সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু প্রমুখ।
এ সময় তাঁরা পিংনা থেকে পোড়াবাড়ী ও মধুপুর থেকে বঙ্গবন্ধুসেতু ভায়া গোপালপুরের ২৫ কি.মি. রাস্তা দ্রুত সংস্কার ও প্রশস্ত করার দাবিতে ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য রহমাতুল কিবরিয়া বেলালকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।