আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | বিকাল ৫:২০
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

গোপালপুরে শিয়ালের কামড়ে আহত ৫

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের হরিদেব বাড়ি, দরবারপুর ও চাতুটিয়া গ্রামে গত শুক্র ও শনিবার (৭ ও ৮ আগস্ট) দুদিনে পাঁচ ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়েছেন।

বর্তমানে ওই এলাকায় শিয়ালের আতঙ্ক বিরাজ করছে। হাদিরা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হচ্ছেন- গোপালপুর উপজেলার হরিদেববাড়ীর মৃত ছলিম উদ্দিনের স্ত্রী জহুরা বেগম(৫০), মৃত বারেকের ছেলে আইসক্রিম বিক্রেতা মো. হাবেল(৩৫), আ. ছাত্তারের স্ত্রী

হামেলা বেগম(৪৫), চাতুটিয়া উত্তর পাড়ার বাহাজ উদ্দিনের স্ত্রী ফিরোজা(৫৫) এবং দরবারপুরের জনৈক ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হন, তার নাম-পরিচয় জানা যায়নি।

হাদিরা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার জানান, ইউনিয়নের নিচু এলাকা বন্যায় প্লাবিত হওয়ায় ঝোঁপঝাড়ে আশ্রয় নেওয়া শিয়ালগুলো আশ্রয় ও খাবারের অভাবে লোকালয়ে ঢুকে পড়ছে।

খাবার না পেয়ে শিয়ালগুলো মানুষকে আক্রমণ করছে। তিনি শিয়ালের কামড়ে আহত তিনটি পরিবারকে ১০কেজি করে চাল দিয়েছেন।

তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী ইতোমধ্যে চারটি শিয়াল মেরে ফেলেছে।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, চিকিৎসার জন্য আহত অসহায় পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়