আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৩:২৮
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

গোপালপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

গোপালপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের গোপালপুরে ইসলামী জলসা আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত রমজান(২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার(১১ মে) দিনগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মির্জাপুর ইউনিয়নের বড়খালি গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে। নিহত রমজান ঢাকায় ওয়ালটন নামক একটি প্রতিষ্ঠানে চাকুরি করতেন।

এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তারা হলেন, বড়খালি গ্রামের সোবহানের ছেলে আজাদ, মজনুর ছেলে অনিক, আজিজুরের ছেলে আলা উদ্দিন ও সাত্তারের ছেলে কবির হোসেন।

গোপালপুর থানার ওসি তদন্ত কাইয়ুম খান সিদ্দিকী জানান, ইসলামী জলসা আয়োজনকে কেন্দ্র করে বড়খালি, জোত আতাউল্লাহ ও খানপাড়া গ্রামের যুবকদের মধ্যে গত ২৮ এপ্রিল সংঘর্ষ ঘটে। ছুটিতে বাড়ি আসা রমজানসহ ৫-৬ জন এতে আহত হয়। গুরুতর আহত রমজান সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি ক্লিনিকে মারা যান।

স্বজনরা মঙ্গলবার(১২ মে) তার লাশ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে আসে এবং সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়