দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের গোপালপুর ভায়া ঝাওয়াইল প্রধান সড়কে নবগ্রাম ফকিরবাড়ী সংলগ্ন স্থানে বড় ফাঁটল ধরে সড়কটি দু’ভাগ হওয়ায় দু’দিন ধরে সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার ভোরে মালবাহী একটি ট্রাক ওইস্থানে দেবে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়। এতে সরিষাবাড়ী, পিংনা, তারাকান্দি সার কারখানা, ধনবাড়ী ও ঝাওয়াইল য়াতায়াত বন্ধ হয়ে গেছে।একই কারণে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদে আগত দর্শনার্থীরাও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানায়, ওই সড়কের পূর্বপাশের বাড়ি-ঘরগুলোর পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেন না থাকায় সড়কের নিচ দিয়ে পানি চুঁইয়ে চুঁইয়ে পশ্চিম পাশের ঝিনাই নদীতে যেত। দীর্ঘদিন ধরে এভাবে পানি নিষ্কাশনের কারণে ওই সড়কের নিচে ছোট একটি গর্তের সৃষ্টি হয়ে বড় আকার ধারণ করে। গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কের নিচ থেকে মাটি সরে গিয়ে ঝুঁকির সৃষ্টি হয়। শুক্রবার সকালে মালবোঝাই একটি ট্রাক ওইস্থানে এলে সড়কটি দেবে ফাঁটলের সৃষ্টি হয়। ফলে ঝাওয়াইলের ডাকুরী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস, তারাকান্দি সার কারখানা থেকে সারভর্তি ট্রাকসহ বহু যানবাহন সড়কের ফাঁটল পাড় হতে না পারায় বিভিন্নস্থানে আটকে রয়েছে। অনেকে উল্টোপথে ১০-১২ কি.মি. ঘুরে গন্তব্যে ছুটছেন।