দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ইয়াবা সম্রাট আবু তাহের এখনও ধরা-ছোঁয়ার বাইরে থেকে অবাদে মাদক ব্যবসা পরিচালনা করছেন। ফলে, ঘাটাইলের দেওপাড়া, ধলাপাড়া ও দিগড় ইউনিয়নে মাদকে সয়লাব হয়ে গেছে।
জানাগেছে, ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের পলানবাড়ীর আব্দুল বাছেদের ছেলে আবু তাহের ও তার ভাই হাসিবুল হক(আন্ডু) মরণনেশা ইয়াবা ব্যবসা করে শূন্য থেকে কোটিপতি বনেছেন। ইয়াবার টাকায় আবু তাহের ঘাটাইল বন এলাকার ২০-২২টি প্লট কিনে নিয়েছে, বিভিন্ন শহরে ৫-৬টি ফ্ল্যাট বাড়ি করেছে। আবু তাহের ও হাসিবুল হক(আন্ডু)’র ইয়াবা বিক্রির কারণে দেওপাড়া ইউনিয়নের যত্রতত্র ইয়াবা পাওয়া যায়। ফলে স্থানীয় যুব সমাজ ধংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে। এছাড়া, তাদের কাছ থেকে ইয়াবা কিনতে কালিহাতী, ঘাটাইল, গোপালপুর, মধুপুর এবং টাঙ্গাইল শহর থেকে খুচরা বিক্রেতারা মাদক কিনতে আসে। তার নামে ঘাটাইল থানায় একাধিক মামলা রয়েছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মহি উদ্দিন পিপিএম জানান, আবু তাহের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।