দৃষ্টি নিউজ:

মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রতাপশালী মিনু কমান্ডার(একেএম হাফিজুল হক খান) আর নেই। শুক্রবার(৩০ জুন) বিকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কোলাহা গ্রামের মরহুম আহাম্মদ হোসেন খানের ছেলে বীর মুক্তিযোদ্ধা একেএম হাফিজুল হক খান(মিনু কমান্ডার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি দীর্ঘদিন যাবত কিডনী সংক্রান্ত রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে সহ বহু সহযোদ্ধা ও গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শনিবার(১ জুলাই) টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে ওই জানাযা নামাজে শরিক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
