দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে অপহৃত স্কুলছাত্র সৈকতকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার(২৭ মে) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধন কর্মসূচিতে সহমত পোষন করে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান প্রমুখ। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপহৃত আসাদুর রহমার সৈকত উপজেলার জামুরিয়া ইউনিয়নের চানতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শেণির ছাত্র।
উল্লেখ্য, গত ১৮ মে প্রতিদিনের ন্যায় সকালে সৈকত বাড়ি থেকে স্কুলে যায়। তার পর থেকেই সে নিখোঁজ রয়েছে। তার বাবা স্কুল শিক্ষক মো. হানিফ উদ্দিন এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন । গত ১০ দিনেও তার কোন সন্ধান মেলেনি।