আজ- শুক্রবার | ১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২ | রাত ১১:২৬
১৪ নভেম্বর, ২০২৫
২৯ কার্তিক, ১৪৩২
১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক, ১৪৩২

ঘাটাইলে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার(২৩ জুন) এ উপলক্ষে র‌্যালি, কেক কাটা, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

https://youtu.be/7KrBUPdjDXM


বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহেনশাহ্ সিদ্দিকী (মিন্টু), সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিংস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমান আজাদ, আওয়ালীগ নেতা মোতালিব হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগ, শ্রমিকলীগ ও মুক্তিযোদ্ধাসহ দলের অঙ্গসংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে দলের প্রবীণ ১৯জন নেতাকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়