
ঘাটাইল সংবাদদাতা:
ঘাটাইল উপজেলা দিগড় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৩ এপ্রিল) উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ওই খদ্য সামগ্রী বিতরণ করা হয়। দিগড় ইউনিয়নের তিন শতাধিক অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে সাবেক এমপি আলহাজ আমানুর রহমান খান রানা, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এসএম শাহজাহান মোল্লা, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিসক পরিষদের
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন খান, ৭নং দিগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান জনি, সহ-সভাপতি মো. শরীফ, অনুপম সাহা, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
