দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার অন্যতম আসামী আমানুর রহমান খান রানাকে জামিন না দেয়ার দাবিতে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ-সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার(১৮ এপ্রিল) সকালে হাইকোর্টের চেম্বার আদালতে রাষ্ট্র পক্ষের আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে জামিন স্থগিত করে আগামী ৮মে পূণার্ঙ্গ বেঞ্চে শুনানীর জন্য আদেশ দেন চেম্বার আদালতে। এ খবর গণমাধ্যমে জানতে পেরে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ আনন্দ-উল্লাসে মেতে ওঠে। পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার(১৮ এপ্রিল) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ।
ঘাটাইল উপজেলা আওয়ামীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘাটাইল বাস স্ট্যান্ডে অবস্থান নিয়ে প্রায় আধাঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। বাসস্ট্যান্ড চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, ঘাটাইলের পৌর মেয়র ও যুগ্ম-আহ্বায়ক শহীদুজ্জামান খান ভিপি শহীদ, যুগ্ম-আহ্বায়ক মজিবর রহমান, যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি. মাসুদুর রহমান আজাদ, লোকের পাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আকরাম হোসেন, দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাহার উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক কহিনুর রহমান খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নুরজাহান সিদ্দিকা, ঘাটাইল পৌর সভার মহিলা প্যানেল মেয়র রওশন আরা রুবী প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮জানুয়ারি আওয়ামীলীগ নেতা ফারুক আহমদকে গুলি করে হত্যা দুর্বৃত্তরা। এ ঘটনায় ২১ জানুয়ারি তার স্ত্রী নাহার আহমদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এমপি আমানুর রহমান রানাকে প্রধান আসামী করে আদালতে অভিযোগ পত্র দেয় জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।