দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের কারান্তরীণ এমপি আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে বৃহস্পতিবার(১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে ঘাটাইলের হামিদপুরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বিক্ষোভ মিছিল শেষে হামিদপুর বাসস্ট্যান্ডে স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, আওয়ামীলীগ নেতা মোতালেব হোসেন, জাকির হোসেন খান রতন, খলিলুর রহমান তালুকদার, যুবলীগ নেতা সুলতান মাহমুদ তালুকদার সুজন, ফারুক হোসেন ফনি, সুমন খান বাবু, স্থানীয় আওয়ামীলীগ নেতা মহির উদ্দিন মিয়া, যুবলীগ নেতা মামুন খান, জেলা ছাত্রলীগ নেতা আসিফ ইসলাম, ইমরান হোসেন জনি প্রমুখ।
বক্তারা বলেন, এমপি রানা ও তার ভাইদের ষড়যন্ত্রমূলকভাবে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় জড়ানো হয়েছে। বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহার করে এমপি রানা ও তার ভাইদের মুক্তি দাবি করেন।