ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
ঘাটাইল উপজেলা ছাত্রলীগ ও পৌর শাখা ছাত্রলীগের যৌথ আয়োজনে সোমবার(৪ জানুয়ারি) দুপুরে ঘাটাইল সরকারি জিবিজি কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এসময় সরকারি জিবিজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ বিদ্যুৎ সরকার, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের সাবেক ভিপি সাইদুর রহমান লিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কফিলুর
রহমান ভুটান, সরকারি জিবিজি কলেজের সাবেক এজিএস শাহাদাত হোসেন, সাবেক এজিএস মতিয়ুর রহমান, সাবেক যুগ্ম-আহ্বায়ক রকিবুল হাসান মানিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা,
মো. আরিফ শেখ, মনিরুজ্জামান মনি, পৌর ছাত্রলীগের সভাপতি অপু চন্দ্র ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হায়দার তালুকদার, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি
কবির হোসেন জাহিদ, পৌরছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল খান, ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন, হৃদয় হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
