আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১১:৩৬
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

ঘাটাইলে গাছ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে গাছ চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী রহিম শিকদার(২৫) ওই উপজেলার সরিষাআটা গ্রামের ছামান শিকদারের ছেলে। এছাড়াও সড়কের উপর পড়ে থাকা গাছের কারণে প্রায় দুই ঘণ্টা ঘাটাইল থেকে সাগরদীঘি সড়কে যানচলাচল বন্ধ থাকে।
নিহতের পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে রহিম প্রতিদিনের ন্যায় মোটারসাইকেলযোগে তার সন্তানকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় যান। তাকে মাদ্রাসায় রেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঘাটাইল-সাগরদীঘি সড়কের পাশে থাকা একটি মৃত আকাশমনি গাছ আকস্মিক তার উপর ভেঙে পড়ে। এ সময় ঘটনাস্থলেই গাছের চাপায় তার মৃত্যু হয়।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম মিঠু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়