ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ চারটি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার(২ মার্চ) দুপুরে ঘাটাইলের বিভিন্নস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হচ্ছে- মেসার্স এমআরপি ব্রিকস ৭ লাখ টাকা, মেসার্স সোনালী ব্রিকস ৭ লাখ, সালাম ব্রিকস ৭ লাখ এবং মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫, ৭, ৮ এর ৩(ঙ) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ১৭ ও ১৮ ধারা অনুয়ায়ী তাদের জরিমানা করা হয়েছে।
এসব ইট ভাটায় পাহাড়ের লাল মাটি এবং গাছের কাঠ কেটে ইট পাড়ানো হচ্ছিল। এছাড়া ওই চারটি ইটভাটার পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র নেই।
ভ্রাম্যমান আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ সহযোগিতা করে।