দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে সীমানা প্রাচীরের গাছ কাটা নিয়ে উপজেলার খিলগাতি গ্রামে শনিবার(২৭ মে) দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের সংঘর্ষে আজাহার (৬০) উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে ঘাটাইলের খিলগাতি গ্রামের আজাহার উদ্দিন তার বাড়ির সীমানায় গাছ কাটতে গেলে প্রতিবেশি রনি ও শামছুল বাঁধা দেয়। পরে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রনি লাঠি দিয়ে আজাহার উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হয় আরো একজন। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।