দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বনবিট অফিসের পিছন থেকে টাইম বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। সাগরদীঘি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার(১০ অক্টোবর) সকালে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে সাগরদীঘি শিশু কানন কিন্ডার গার্টেনের শিক্ষক শওকত মিয়া বন বিভাগের স্থানীয় বিট অফিসের পিছনে টাইমবোমা সদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টাইমবোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, টাইম বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়েছে। বস্তুটি নিস্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। কে বা কারা বস্তুটি রেখে গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।