দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(২০ এপ্রিল) দুপুরে উপজেলার কাইল্যা নামক স্থানে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার পাশাপাশি দুটি গ্রাম মাইঝবাড়ি বাগুনডালা ও কাইল্যা গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার(১৯ এপ্রিল) কাইল্যা গ্রামের কয়েক জন যুবক মাইঝবাড়ি বাগুনডালা গ্রামে গেলে ওই এলাকার যুবকদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বৃহস্পতিবার(২০ এপ্রিল) দুপুরে কাইল্যা গ্রামের কয়েক যুবক লাঠিসোঠা নিয়ে হামলার উদ্দেশ্যে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের দিকে যায়। খবর পেয়ে মাইঝবাড়ি বাগুনডালা গ্রামের বাসিন্দারা তাদের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই কাইল্যা গ্রামের অটোচালক মুক্তার আলীর ছেলে আসাদুল হক (১৬) নিহত হয়। আহত হয় উভয় গ্রামের অন্তত ১০ জন। মুক্তার আলীর ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়েই কাইল্যা গ্রামের বাসিন্দারা মাইঝবাড়ি যাচ্ছিল।
এ প্রসঙ্গে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই দুই গ্রামবাসীদের মধ্যে বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাদের মধ্যে ঝামেলা বেধে যাচ্ছিল। বৃহস্পতিবারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।