
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই কলেজ ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার(৭ জুন) দুপুরে উপজেলার আঙ্গারখোলা বাজারের পাশে বংশাই নদী থেকে আব্দুল্লাহ (২৫) নামে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়।
তিনি ঘাটাইল উপজেলার ছনখোলা গ্রামের বাছেদ মিয়ার ছেলে ও সরকারি সা’দত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় অপরজন নিখোঁজ রয়েছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, রোববার সকালে ফুটবল খেলা শেষে ওই দুই কলেজ ছাত্র নদীতে গোসল করতে নামেন। তারপর দুজনেই নিখোঁজ হন। প্রথমে স্থানীয়রা তাদেরকে নদীর পানিতে খুঁজতে থাকে।
কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে রোববার দুপুরে টাঙ্গাইল ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থানে গিয়ে একজনের লাশ উদ্ধার করে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।