
ঘাটাইল সংবাদদাতা:
ঘাটাইলে সদ্য যোগদানকারী উপজেলার নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন উপজেলা মানবাধিকার কমিশনের নেতারা। বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত, মতবিনিময় ও ফুলেল জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ুন, সহ-সভাপতি হাজী মো. ওয়াহেদ আলী সরকার, সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মো. রুহুল আমীন, সাংবাদিক উত্তম কুমার আর্য্য, কাউন্সিলর রাশিদা বেগম, অর্থ সম্পাদক হাজী মো. শাহজাহান আলী সরকার, যুগ্ম-অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা হাজী মোতাহার আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রবিউল আলম বাদল, আইন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, মহিলা বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর মোছা. লিজা বেগম, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,
পৌর শাখার সভাপতি মো. শামছুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক এসএম সাহেদ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।
