দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে বুধবার(১১ জুন) রাত ১০ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই। ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন- সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিনের ছেলে নাঈম(১০) ও তার ভাই হাবিল উদ্দিনের ছেলে শাওন(১২)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে পায়ের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখতে পায়। পরে রাত ১০ টার দিকে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর কেউ সাঁতার জানতো না।
ওসি মীর মোশারফ হোসেন জানান, তারা পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছেন। নিহতদের পরিবার পুলিশের কাছে কোন অভিযোগ না করায় আইনগত কোনো ব্যবস্থাগ্রহণ করা হয়নি।