আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | বিকাল ৪:৩১
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

ঘাটাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-85
টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা প্রশানের উদ্যোগে ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকাল ৩ টায় মেয়েদের ফাইনাল ও ৪ টায় ছেলেদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে আকন্দের বাইক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মমরেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচ শেষে একই স্থানে বিকাল ৫ টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীন সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আখতার, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বয়ক আব্দুর রহিম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ, ঘাটাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হায়দর আলী, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মী,  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঘাটাইল উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়