
ঘাটাইল সংবাদদাতা:
টাঙ্গাইল বনবিভাগের ধলাপাড়া রেঞ্জের বটতলি বিটের সাবেক কর্মকর্তা মো. সোলায়মান মিয়ার দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার(৯ মার্চ) বিকাল সাড়ে ৫টায় ঘাটাইল-সাগরদীঘি সড়কে সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী কুশারিয়া গ্রামের মো. নুরুল ইসলাম, গুইয়া গম্বীর গ্রামের আব্দুল গনি, কুশারিয়া পুর্বপাড়ার মো. মানিক সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এরআগে মিথ্যা মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতে সুবিচার পাওয়ার আশায় ভুক্তভোগীরা বিভাগীয় বন কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করে।
