দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকায় গজারি বন থেকে বুধবার(১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার রাতে স্থানীয় এক ব্যক্তি রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মরদেহ নিয়ে শিয়ালের টানাটানি করতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের গজারি বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিয়ালে তার একটি পাসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। তার কোন পরিচয় পাওয়া যায় নি।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।