দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ জাকিরুল ইসলাম আরিফ (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(২৫ অক্টোবর) গভীর রাতে ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে গাঁজা গাছও জব্ধ করে পুলিশ।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মহি উদ্দিন পিপিএম জানান, জাকিরুল ইসলাম আরিফ একজন আস্ত্রধারী সন্ত্রাসী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের গৌরাঙ্গী গ্রামের আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত সিরাজুল ইসলাম সাদৎ এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘরের আলমারী থেকে একটি ইতালীর তৈরি ৭.৬৫ এমএম একটি পিস্তল ও একটি কার্তুজসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার বাড়ি থেকে কয়েকটি গাঁজা গাছও জব্ধ করা হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।