ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলের আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি’র উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি’র ম্যানাজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি সদস্য হাজী চান মিয়া, গুডনেইবারস উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন, মেডিকেল অফিসার ড. শুভ বসাক, হেলথ অফিসার মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, গুড নেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেন।
