দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে দুঃস্থদের মাঝে বরাদ্ধকৃত ভিজিএফের ৪৩ বস্তা (২ হাজার ১৫০ কেজি) কালো বাজারে বিক্রির গম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মোজাফফর আলী (৫৫) ও মুন্নাফ (৪২) নামে দুইজনকে আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার(৩ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আনেহলা ইউনিয়নের খায়ের পাড়া বাজারের মুন্নাফের তেলের মিল থেকে ভিজিএফ’র ৪৩ বস্তা গম উদ্ধার করা হয়। ভিজিএফ’র গম ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে খায়ের পাড়া গ্রামের মৃত মুকদম আলীর ছেলে মোজাফফর আলী (৫৫) ও কুরমুশী গ্রামের মরতুজ আলীর ছেলে মুন্নাফ (৪২) নামে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গমগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাজাহান বলেন,.সোমবার তার ইউনিয়নে ৫৩৫ বস্তা গমের মধ্যে ৯ বস্তা বাদে ইউপি মেম্বার ও দায়িত্ব প্রাপ্ত টেক অফিসারের উপস্থিতিতে সবগুলো ভিজিএফ’র গম তালিকাভূক্তদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। তিনি দাবি করেন, উদ্ধারকৃত গমগুলো হয়তোবা পাইকাররা কার্ডধারিদের কাছ থেকে রাস্তা থেকে কিনেছে। এই ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।