আজ- বুধবার | ৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২ | দুপুর ১:৪৭
৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ, ১৪৩২

ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ মামলা

উত্তম আর্য্য:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন মার্কেট ও ফুটপাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি মামলা, নগদ ৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার(২৯ মার্চ) ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

 

 

 

 

 

 

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাইদ জানান, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সড়কে বেপরোয়া গাড়ি চালানো বন্ধে ঘাটাইলের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এছাড়াও অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য বহন সহ অপরাধ ঠেকাতে সন্দেহজনক গাড়ি তল্লাশি করা হয়। যৌথ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করে।

 

 

 

 

 

 

তিনি জানান, সাম্প্রতিক সময়ে অপরাধ বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে ঘাটাইলে চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতির গাড়ি, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক এবং সড়কে অতিরিক্ত মাল বহনকারী ট্রাক ও যানবাহনে তল্লাশি করে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। নিরাপত্তা নিশ্চিত্তে যৌথবাহিনীর এই উদযোগকে সাধারণ মানুষ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়