আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১:২২
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

ঘাটাইলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আ’লীগের হুশিয়ারি

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় নেতারা মাদক ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে বলেছেন, ঘাটাইল উপজেলার বিভিন্নস্থানে ভয়াবহ মাদক ব্যবসায় সয়লাব হয়ে গেছে। থানা পুলিশ মাদক ব্যবসায়ীদের আটক করে অজ্ঞাত কারণে আবার ছেড়ে দেয় অভিযোগ করে বক্তারা বলেন, উপজেলার সব মাদক ব্যবসায়ী বিএনপি দলীয় ও কারান্তরীণ এমপি আমানুর রহমান খান রানার অনুসারী। শনিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন।
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিশেষ বর্ধিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী অ্যাটর্নী জেনারেল ড. শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, ঘাটাইল পৌরসভার মেয়র ও যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান খান(ভিপি শহিদ), যুগ্ম-আহ্বায়ক মজিবর রহমান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য শাহান শাহ্ সিদ্দিকী মিন্টু, মহিলা সদস্য রাজিয়া সিদ্দিকী সুমি, উপজেলা আ’লীগের সদস্য ও ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, উপহেলা আ’লীগের সদস্য ও দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় ঘাটাইল পৌরসভা ও ১২টি ইউনিয়নের ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়