আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১০:৪৭
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

ঘাটাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঘাটাইল সংবাদদাতা:

ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার(১৫ নভেম্বর) সকালে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজি ও গণিতসহ পাঁচটি বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষায় ৫৪টি বিদ্যালয়ের ৪০৬জন শিক্ষার্থী অংশগ্রহন করছে।

এ সময় স্থানীয় সাবেক সাংসদ আলহাজ্ব আমানুর রহমান খান রানা, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান(ভিপি শহীদ), শিক্ষক সমিতির সভাপতি মো. তাহাজ্জত হোসেন, সহ-সভাপতি মো. হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব সরকার, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম প্রমুখ পরীক্ষা কেন্দ্র্র পরিদর্শন করেন।

মেধাবৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক ও পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা, সদস্য সচিব ও ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান মিয়া, সদস্য ও কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য ও ধলাপাড়া চন্দন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সদস্য গৌরঙ্গী একাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান সহ শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি, উপদেষ্টা কমিটি সহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়