দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরী গ্রামের মানসিক প্রতিবন্ধী যুবক বিদ্যুত মিয়া(২৮) রোববার(১ নভেম্বর) দুপুরে ঘরের আড়ার(ধর্ণা) সাথে গামছা পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তিনি বেলাল হোসেনের ছেলে ও মানসিক প্রতিবন্ধী।
তার স্ত্রী বুলবুলি জানায়, রোববার দুপুরে বসত ঘরে প্রবেশ করতেই তিনি স্বামীকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তার ডাকচিৎকারে বড় ভাই মানিক মিয়াসহ আশপাশের লোকজন এগিয়ে এসে পাশের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুত মিয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি বেশ কিছুদিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ায় একাধিকবার তার আত্মহত্যা করার চেষ্টা করেন।
কয়েক দিন আগে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
