দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুর ঘাটাইলের বানিয়া পাড়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাকছুদুল আলম জানান, টাঙ্গাইল থেকে প্রান্তিক সুপার পরিবহণের বাসটি ময়মনসিংহ যাচ্ছিল। মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাসটি বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি মহাসড়কেই উল্টে যায়।